রাতভর বোমাবাজি, হিংসার আবহে শুরু প্রথম দফার ভোট গ্রহণ

সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনের (West Bengal Assembly Election) ভোট গ্রহণ (Poll) পর্ব। এই পর্বে ৫টি জেলার ৩০ কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। কিন্তু গণতন্ত্রের উৎসবের সূচনা হল সেই হিংসার আবহের মধ্যেই।

প্রথম দফার ভোট গ্রহণের আগের রাতে থেকেই বিভিন্ন জায়গায় হিংসার বাতাবরণ। গতকাল, শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকে দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন পটাশপুর থানার ওসি। আক্রান্ত হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানও। প্রথমে তাঁদের এগরা হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পটাশপুরের ঘটনায় রাতভর এলাকায় তল্লাশি চালিয়েছে নিরাপত্তারক্ষীরা।

একইসঙ্গে পুরুলিয়া, কাঁথি দক্ষিণ কেন্দ্র, খেজুরিতে রাতভর বোমাবাজি হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৫টি জেলার ৩০ আসনে শুরু ভোট গ্রহণ

Advt

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবাংলায় রেকর্ড ভোটদান করুন, আবেদন মোদির