প্রথম দফা থেকেই জয়ের বিষয়ে ‘অতিরিক্ত আত্মবিশ্বাসে’ ভুগছেন দিলীপ

দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতে শেষ হলো রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assambly Election) প্রথম দফা। রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে চলে ভোটগ্রহণ। তার মধ্যে ২৩ টি আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭ টা আসন পূর্ব মেদিনীপুরে। এই ৩০ টা আসনের মধ্যে পুরুলিয়ার ৯, পশ্চিম মেদিনীপুরের ৫, বাঁকুড়ার ৪, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ আসন। প্রথম দফা থেকেই জয়ের বিষয়ে ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ দিলীপ। এই ৩০ টি আসনের সবকটাতেই বিজেপি জয় পাবে বলে আশা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার ইন্দাসে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “ম্যাচের ফল আমরা ৩০-০ করব। একটাও তৃণমূল জিততে পারবে না”।

শনিবার বাঁকুড়ার ইন্দাসে সভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইন্দাসের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, “আজ থেকে ফাইনাল শুরু হয়েছে। ৮টা ম্যাচ হবে। ম্যাচের ফল আমরা ৩০-০ করব। একটাও তৃণমূল জিততে পারবে না। ইন্দাসে জয় পেলে জঙ্গলমহলের সব সিটে আমরা জয় পাব।” দ্বিতীয় পর্যায়ে জঙ্গলমহলের ভোট রয়েছে আগামী ১ এপ্রিল। ২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সব আসনেই জয় পেয়েছিল বিজেপি। তাই জঙ্গলমহলে এবারও ভাল ফল করবে বলে আশা করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- জলাশয় থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, চাঞ্চল্য পাড়ুইয়ে

Advt

 

Previous articleজলাশয় থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, চাঞ্চল্য পাড়ুইয়ে
Next article‘মিতালী এক্সপ্রেস’ সহ মোদি-হাসিনা বৈঠকে একরাশ প্রকল্পের উদ্বোধন