শেষপর্যন্ত মুর্শিদাবাদের মাত্র ২ আসনে লড়বে AIMIM, জানালেন ওয়েইসি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে সভা করলেন মিম-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। ওই সভামঞ্চ থেকেই ওয়েইসি ঘোষণা করলেন, মুর্শিদাবাদের সাগরদিঘি এবং জলঙ্গি, এই দু’টি আসনে ভোটে লড়বে মিম। প্রসঙ্গত, মুর্শিদাবাদের মোট বিধানসভা কেন্দ্র ২২টি৷

এদিনের সভায় ওয়েইসি প্রশ্ন তোলেন, “কেন শিক্ষা ও কর্মসংস্থানের দিক থেকে পশ্চিমবঙ্গের মুসলিমরা এতখানি পিছিয়ে?” এদিন তিনি জানান, রাজ্যের অন্য কোনও আসনে মিম লড়বে কি’না, তা পরে জানানো হবে৷ এদিন যথারীতি আক্রমণাত্মক ছিলেন ওয়েইসি৷ একযোগে তিনি সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর৷ তোপ দাগেন বাম ও কংগ্রেসের দিকেও।

আরও পড়ুন- প্রার্থী বদলের দাবিতে আদি বিজেপির আমরণ অনশন! কোথায় জানেন?

Advt

Previous articleপ্রার্থী বদলের দাবিতে আদি বিজেপির আমরণ অনশন! কোথায় জানেন?
Next articleআইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি