৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে ছত্রধর মাহাতো

রাজধানী-মামলায় এনআইএ (NIA) হেফাজতের মেয়াদ বাড়ল ছত্রধর মাহাতোর। ৬ এপ্রিল পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে এনআইএ বিশেষ আদালত।

রবিবার রাত প্রায় সাড়ে ৩টে নাগাদতৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে(Chhatradhar Mahato) তার বাড়ি থেকে গ্রেফতার করে এনআইএ(NIA)। ছুটির দিন থাকায় সেদিন বন্ধ ছিল এনআইএ-এর স্পেশাল কোর্ট। তাই ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক দু’দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার তাঁকে এনআইএ স্পেশাল আদালতে তোলা হলে ৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- মমতার কড়া আক্রমণের মুখে শুভেন্দু, ‘ভালো কথা’ মুকুলের জন্য

Advt

 

Previous articleমমতার কড়া আক্রমণের মুখে শুভেন্দু, ‘ভালো কথা’ মুকুলের জন্য
Next articleনন্দীগ্রামে দাঁড়িয়েই দলবদলুদের গানের ফলায় বিঁধলেন নচিকেতা