নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, জিতবই, চিন্তিত গণতন্ত্র নিয়ে: মমতা

নন্দীগ্রামের (nandigram) বয়ালের বুথ থেকে ঘণ্টা দুুয়েক পর বেরিয়ে ‘আত্মবিশ্বাসী’ মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বলেন, আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। নন্দীগ্রামের তৃণমূল (tmc) প্রার্থী বলেন, কয়েকটা জায়গায় আমাদের কাছে অভিযোগ আসছিল যে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখানে বিজেপির (bjp) হয়ে যিনি দাঁড়িয়েছেন, তিনি তার চূড়ান্ত অসভ্যতা, তাণ্ডব চালিয়েছেন। আবু তাহের, আবদুল সামাদরা আমাদের জমি আন্দোলনের নেতা, হাইকোর্টে মামলায় স্থগিতাদেশ পেয়েছেন, তার পরেও তাদের বাড়িতে ঢুকে হেনস্থা, তাণ্ডব চালানো হয়েছে। সকাল থেকে কমিশনে ৬৩ টি অভিযোগ জমা করেছি। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। আমি নন্দীগ্রামে জিতবই। এখানকার মানুষ মা মাটি মানুষের পক্ষে রায় দিয়েছেন। বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাতে নেমেছে। এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে। বয়ালে তিন চারদিন ধরে গন্ডগোল চলছে, আমরা বারবার বলার পরেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি।

Advt

Previous articleনন্দীগ্রামে শুভেন্দুর গাড়িকে লক্ষ্য করে ইট, গোব্যাক স্লোগান
Next articleবুথে বসেই রাজ্যপালকে ফোন মমতার, টুইট রাজ্যপালের