অন্য আসনে দাঁড়াতে পারেন মমতা! প্রধানমন্ত্রীর দাবি ওড়াল তৃণমূল

নন্দীগ্রামে হারতে পারেন। তাই শেষ দফার নির্বাচনে অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার উলুবেড়িয়ার সভা থেকে মমতাকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

যদিও প্রধানমন্ত্রীর দাবি সরাসরি খারিজ করে দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস (TMC) শিবির সূত্রে দাবি, নন্দীগ্রাম ছাড়া রাজ্যের আর কোনও আসন থেকে লড়ছেন না মমতা। অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী। তিনি জানিয়েছেন, ‘নন্দীগ্রামের নব্বই শতাংশ মানুষ আমাকে ভোট দিচ্ছেন। খুব সহজেই জিতব।’

নন্দীগ্রামের হাইভোল্টেজ নির্বাচনের দিনেই উলুবেড়িয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘নন্দীগ্রামে দিদি নিজের হার মেনে নিয়েছেন। শেষ দফার মনোনয়ন দাখিল এখনও বাকী। শুনছি আপনি নাকি শেষ পর্বের ভোটের জন্য অন্য কোনও আসন থেকে মনোনযন জমা দিতে পারেন, এটা কি সত্যি? আপনি নন্দীগ্রামে গেলেন, মানুষ আপনাকে জবাব দিয়ে দিয়েছে৷ আপনি অন্য কোথাও গেলেও বাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে।’

আরও পড়ুন- মিডিয়ায় প্রভাবিত হবেন না, নন্দীগ্রামে দিদিই জিতছেন, বললেন কুণাল

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, নন্দীগ্রামে একশো শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আর কোনও আসন থেকে লড়ার কোনও সম্ভাবনাই নেই। মানুষকে বিভ্রান্ত করতেই বিজেপি এই ধরণের খবর ছড়াচ্ছে।

Advt

Previous articleমমতাকে দেখে ভোট দিন, মগরাহাটে প্রচারে শতাব্দী
Next articleনন্দীগ্রামে জিতছেন মমতাই; মত তৃণমূলের