প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে বাহিনী,পুলিস ঢুকবেনা, নির্দেশ কমিশনের

প্রিসাইডিং অফিসার নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও পোলিং বুথে ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী বা পুলিস।

শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)। এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের এডিজি অশ্বিনী কুমার সিং-এর কাছে।

বাংলায় দ্বিতীয় দফার ভোটে একাধিক এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার অভিযোগ পায় কমিশন। বলা হয়, বাহিনী ভোটারদের প্রভাবিত করছে, পরিচয়পত্র দেখতে চাইছে, যে কাজ করার কথা নয় তাদের৷ এ ধরনের অভিযোগ পাওয়ার পরই কমিশন জানিয়ে দিলো, আধাসেনার জওয়ানরা পরিচয়পত্র দেখতে চাইবেন না। এই কাজ বুথের ফাস্ট পোলিং অফিসারের।  তৃতীয় দফার ভোট থেকে কঠোরভাবে এই নির্দেশিকা মেনে চলতে বলেছে কমিশন৷

আরও পড়ুন- ফের এক নতুন সদস্য, খুশির জোয়ারে ভাসছে আলিপুর চিড়িয়াখানা

Advt

Previous articleফের এক নতুন সদস্য, খুশির জোয়ারে ভাসছে আলিপুর চিড়িয়াখানা
Next articleফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী! জোর গুঞ্জন টলিপাড়ায়