আম্পায়ারিং এর নিয়মে বদল আনতে চলেছে আইসিসি

আম্পায়ারিং এর নিয়মে বদল আনতে চলেছে আসিসি( Icc)। শুক্রবার এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে।

ডিআরএস-এর ক্ষেত্রে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিলেও, গুরুত্ব দেওয়া হয় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেও। মান্যতা দেওয়া হয় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই। এবার সেই নিয়মই শুধু বাতিল করা না, কিছুটা পরিবর্তন করল আইসিসি।

এদিন বলা হয়,” আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া জরুরি। প্রযুক্তির সাহায্য নেওয়া হলেও তাঁদের সম্মান জানাতেই হবে। তাই ডিআরএস-এর ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন:বিশ্বকাপ জয়ের দশ বছরের দিনে মাহির মারা ছক্কা যুবরাজের পোস্টে

Advt

Previous articleলাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দিলেই দুয়ারে রেশন: অভিষেক
Next article‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল