একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে: কমিশনকে তোপ অভিষেকের

সারাদিন হুগলিতে সভা এবং রোড শো করার পর শনিবাসরীয় সন্ধ্যায় বেহালা পশ্চিমে দলীয় প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সমর্থনে সভা করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সেখানে বিজেপির পাশাপাশি কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।

তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই কারণেই কমিশন শুধু দক্ষিণ 24 পরগনাতেই তিন দফায় ভোট করছে। চেষ্টা হচ্ছে ভোট লুঠের। অভিষেক বলেন, যায় চেষ্টা চলুক না কেন, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, অশুভ শক্তিকে প্রতিহত করে, উন্নয়নের স্বার্থে তৃণমূলকে প্রার্থীদের ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসাবে।

আরও পড়ুন- শ্রমজীবী ক্যান্টিনের বর্ষপূর্তি! অসহায় মানুষের পাশে থাকার শপথ বামেদের

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত প্রচারসভায় বেহালাবাসী আওয়াজ তোলেন “পরাজিত হবে বহিরাগত, জিতবে বাংলা”।

Advt

Previous articleশ্রমজীবী ক্যান্টিনের বর্ষপূর্তি! অসহায় মানুষের পাশে থাকার শপথ বামেদের
Next articleকরোনা টিকা নিয়েছেন? অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন