এবারের অমরনাথ যাত্রায় সবুজ সঙ্কেত জম্মু-কাশ্মীর প্রশাসনের

ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
করােনাতঙ্ককে দূরে ঠেলে চলতি বছর জুন মাসে শুরু হবে অমরনাথ যাত্রা। করােনার কারণে গত বছর বন্ধ রাখা হয়েছিল এই তীর্থযাত্রা। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই ভয় কাটিয়ে এবছর ২৮ জুন শুরু হবে এই মহাযাত্রা। চলবে ২২ অগস্ট পর্যন্ত।

আরও পড়ুন- দুবরাজপুরে বিজেপি কর্মী খুনের দায়ে ধৃত দলেরই বুথ সভাপতি
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনােজ সিনহা এবং জেলা প্রশাসনের তরফে অমরনাথ যাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানাে হয়েছে । জানা গিয়েছে , যে সমস্ত পূণ্যার্থীরা এবছর অমরনাথ যাত্রায় যেতে ইচ্ছুক তারা ১০এপ্রিল থেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক সহ দেশের ৪৪৬ টি শাখায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও অমরনাথ যাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভক্তরা shriamarnathjishrine.Com/. এই ওয়েবসাইটের মাধ্যমেও যােগাযােগ করতে পারবেন।

Advt

Previous articleদুবরাজপুরে বিজেপি কর্মী খুনের দায়ে ধৃত দলেরই বুথ সভাপতি
Next articleব্যাপক ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ভারতীয় সেনা, জানালেন বিপিন রাওয়াত