প্রথম ম‍্যাচ থেকেই জয় চাইছেন কোহলি, দল নিয়ে আশাবাদী বিরাট

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল( ipl)। প্রথম ম‍্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের( RCB)  মুখোমুখি গতবারের চ‍্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indiance)। এখনও পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পাননি আরসিবি অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। তাই ২০২১ মরশুমে চ‍্যাম্পিয়ন হতে মরিয়া তিনি। সেইজন‍্য প্রথম ম‍্যাচ থেকেই জিততে মরিয়া আরসিবি অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)।

এদিন টুইটার ভিডিওতে বিরাট বলেন,” গতমুরশুমে দল ভাল প‍্যারফমেন্স করলেও, ফাইনালে ওঠা হয়নি। এ বার আমরা আরও শক্তিশালী। আশা করি এ বার আরও ভাল কিছু ঘটবে। অনুশীলনে যেটা করি মাঠে সেটা আরও ভাল ভাবে করতে যাতে পারি, সে দিকেই লক্ষ্য থাকবে।”

চলতি বছর দলে যোগ দিয়েছেন অনেক নতুন ও তরুণ ক্রিকেটার। এই দল নিয়ে আশাবাদী কোহলি। তিনি বলেন,” যারা আমাদের দলে যোগ দিয়েছ সবাইকে স্বাগত। আমি চাই মাঠের প্রতিটা মুহূর্ত তোমরা উপভোগ করো। সেটা অনুশীলনেই হোক বা ম্যাচে। যে আগ্রাসন নিয়ে আমরা খেলে থাকি সব সময় সেই আগ্রাসন তোমাদের মধ্যে থাকুক। এর যেন কোনও পরিবর্তন না হয়।”

আরও পড়ুন:মুম্বই থেকে আইপিএলের ম‍্যাচ সরিয়ে নিতে উদ্ধব ঠাকরেকে চিঠি চার্চগেটের বাসিন্দাদের

Advt

Previous articleবিমানকর্মীদের সঙ্গে বচসা, নিজের জামা খুলে দিলেন যাত্রী!
Next articleলন্ডনে মায়ানমারের রাষ্ট্রদূতকে দূতাবাস থেকে বের করে দখল নিল সেনা