এএফসি কাপের প্রস্তুতি কলকাতাতেই করবে এটিকে মোহনবাগান

২৬ এপ্রিল থেকে এএফসি কাপের (AFC Cup) প্রস্তুতি শুরু করছে এটিকে মোহনবাগান(Atk mohunbagan)। যুবভারতী অনুশীলন মাঠে অনুলীন করবে রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা। সমস্ত কোভিড বিধি মেনেই কলকাতাতেই প্রস্তুতি শিবির করবে সবুজ-মেরুন শিবির।

২ সপ্তাহের প্রস্তুতি পর্ব শেষ করে মালদ্বীপে এএফসি কাপ (AFC CUP) খেলতে রওনা দেবে আন্তোনিয়ো লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। প্রস্তুতি শিবিরের জন্য কলকাতাই ছিল সবুজ-মেরুনের প্রথম পছন্দ। ১৪ মে এএফসি কাপের (AFC Cup) প্রথম ম্যাচে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ২৫ তারিখ শহরে আসবেন বাগান কোচ  আন্তোনিয়ো লোপেজ হাবাস। রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসরা আসবেন ২৬ তারিখ। বাকি ফুটবলাররা যোগ দেবেন আগেই।

আরও পড়ুন:বিয়ের দিন ঘোষণা করলেন ভারতীয় তারকা শাটলার জ্বালা গুট্টা

Advt

 

Previous articleসেদিন ঠিক কী ঘটেছিল শীতলকুচিতে? বেশ কিছু মিসিং লিঙ্ক নিয়ে ধন্দে কমিশন
Next articleচিকিৎসা হল না গুজরাটের হাসপাতালে, কৃতী বাঙালি অধ্যাপিকার মৃত্যু করোনায়