কয়লাকাণ্ডে লালার শুনানি আরও দু’দিন পিছোল

লালাকে গ্রেফতার করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে গেল আরও দু’দিন। কয়লা-কাণ্ডে জেরার জন্য মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। বৃহস্পতিবার হবে এই মামলার শুনানি। ততদিন লালাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। সিবিআই সূত্রের খবর, লালার উত্তরে এখনও সন্তুষ্ট নন তারা।
এর আগে ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতারে নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত। পরে সেই সময়সীমা ১৩ এপ্রিল করা হয়েছিল। ফলে বৃহস্পতিবার লালা ফের সিবিআই কর্তাদের মুখোমুখি হতে চলেছে বলে জানা গেছে। তবে শেষমেশ তাকে কী শাস্তি দেওয়া হয় , তা এখন শুধুই অপেক্ষার বিষয়।
এর আগে কয়লা পাচার কাণ্ডের শিকড় অনেক গভীরে বলে জানা গিয়েছিল। তদন্তের জট খুলতেই উঠে আসে লালা ওরফে অনুপ মাজির নাম। সেই ভিত্তিতেই তার জেরা চলছে।

Advt

Previous articleরোড-শোতে ভিড় নেই, বাতিলের ঝুঁকি না নিয়ে ফাঁকা মাঠেই ‘শো’ সারলেন নাড্ডা
Next article৭ বছর পর অ্যাসিড হামলা মামলায় ১৪ বছরের কারাদণ্ডের শাস্তি