চলতি বছর রঞ্জি ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত নিল বিসিসিআই

চলতি বছর রঞ্জি ট্রফি (Ranji trophy)আয়োজন করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড( bcci)। গত মরশুমে করোনার কারণে বন্ধ করা হয়েছিল রঞ্জি ট্রফি। তবে ২০২১ এ রঞ্জি ট্রফি আয়োজন করতে চলেছে বিসিসিআই।

দীর্ঘ ৮৭ বছর পর গত মরশুমে করোনার কারণে রঞ্জি ট্রফি বন্ধ করতে বাধ্য হয়েছিল বিসিসিআই । তবে চলতি বছর কোভিডের সব সর্তকতা মেনেই আগামী ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসেম্বরে রঞ্জি ট্রফি আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলবে তিন মাস পর্যন্ত। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা দিয়ে ঘরোয়া মরসুম আরম্ভ করা হবে। এরপর আয়োজন করা হবে বিজয় হাজারে ট্রফি।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেটারদের  ভিসা পেতে সমস্যা হবে না, জানাল বিসিসিআই

Advt

Previous articleপাহাড়ের মানুষ দিদিকেই চায়, ভোট দিয়ে বললেন বিমল গুরুং
Next articleবিক্ষিপ্ত অশান্তিতে মিটল ভোট-পঞ্চমী