করোনা আবহের মধ‍্যে ফিরছে কলকাতা লিগ, জানাল আইএফএ

চলতি বছর কলকাতা লিগ ( Kolkata league) আয়োজন করতে চলেছে আইএফএ( ifa)। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানাল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। গতমরশুমে করোনার ( corona) কারণে বাতিল করা হয়েছিল কলকাতা লিগ। তবে শুক্রবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আনল আইএফএ।

ইতিমধ্যেই দেশে আছরে পরেছে করোনার দ্বিতীয় ঢেউ। গতমরশুমে কলকাতা লিগ বাতিল করলেও, চলতি বছর কলকাতা লিগ আয়োজন করতে মরিয়া আইএফএ। তবে কোভিড বিধি মেনেই যে কলকাতা লিগ আয়োজন করা হবে, সে কথাও জিনিয়ে দেওয়া হল আইএফএর পক্ষ থেকে।     কলকাতা লিগ জৈব সুরক্ষা বলয় থাকবে কি না তা এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত নেবে লিগ কমিটি। মে-র প্রথম দিকের এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে আইএফএর পক্ষ থেকে।

এদিন আইএফএর তরফ থেকে নিজেদের ওয়েবসাইটে একটি ছবি পোস্ট করে লেখে,” আমাদের করোনার বিরুদ্ধে লড়তে হবে, ফুটবলের বিরুদ্ধে নয়।”

আরও পড়ুন:পৃথ্বীর খেলায় মুগ্ধ সেহবাগ

Advt

 

Previous articleজরুরি প্রয়োজনে পাঁচটি ভিসা সেন্টারে পরিষেবা দেবে ভারতীয় হাই কমিশন
Next articleআমরাই ক্ষমতায় আসব, গণনা শেষের আগে কেউ কেন্দ্র ছাড়বেন না: নির্দেশ মমতার