এবার করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিখর ধাওয়ান

এবার করোনা( Corona) যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিখর ধাওয়ান( shikar dhawan)। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছরে পড়তেই দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। সেই অভাব মেটাই এবার এগিয়ে এলেন শিখর ধাওয়ান। এদিন ২০ লক্ষ টাকি অনুদান দিলেন তিনি। পাশাপাশি, আইপিএলের বাকি ম্যাচে যে নগদ অর্থ পাবেন, তার পুরোটাই দান করে দেবেন বলে জানিয়েছেন গব্বর।

এদিন টুইটারে ধাওয়ান লেখেন,” বহু বছর ধরে আপনাদের থেকে ভালবাসা এবং অকুণ্ঠ সমর্থন পেয়ে এসেছি। এবার আমার কিছু ফিরিয়ে দেওয়ার পালা। যারা সামনে থেকে কাজ করছেন, তাদের সবাইকে আমার কুর্নিশ। আপনাদের ঋণ শোধ করা অসম্ভব। অক্সিজেনের অভাব মেটাতে সামন‍্য কিছু সাহায্যের হাত বাড়াচ্ছি আমি। পাশাপাশি আইপিএলের বাকি ম্যাচে যে নগদ অর্থ পাব তার পুরোটাই দিতে চাই। আমি ধন‍্যবাদ জানাতে চাই যারা সামনে থেকে কাজ করছে তাদেরকে। এই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকুন।”

আরও পড়ুন:করোনা আবহের মধ‍্যে ফিরছে কলকাতা লিগ, জানাল আইএফএ

Advt

Previous articleনতুন সরকারের কাছে বিজন সেতু নারকীয় হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি আনন্দমার্গ সন্ন্যাসীদের
Next articleবাতিল একাদশের পরীক্ষা, উচ্চমাধ্যমিক নিয়েও বিজ্ঞপ্তি সংসদের