Special : মমতা মুখ্যমন্ত্রী, মুকুল বিরোধী দলনেতা; আসল বিজেপি কী করবে?

কারা কত? নবান্নে কে? কী বলছে এখন বিশ্ব বাংলা সংবাদ দেখুন।

নানারকম এক্সিট পোল (exit poll) তো দেখলেন। এখন বিশ্ব বাংলা সংবাদের ভোট পর্যবেক্ষণ এবার জেনে নিন। 2 মে মিলিয়ে নেবেন।

1) নবান্নে ফিরছে তৃণমূল(tmc)।

2) যদি প্রবল হিন্দু হাওয়া কাজ করে, তাহলে তৃণমূল 155, বিজেপি(bjp) 117, জোট18, অন্যান্য 2;

3) যদি নির্দিষ্ট এলাকা ছাড়া হিন্দু হাওয়া কাজ না করে এবং কাজের ভিত্তিতে ভোট হয়, বেনিফিশিয়ারি মডেলে ভোট হয়, তৃণমূল 217, বিজেপি 63, জোট 10, অন্যান্য 2।

3) অধিকাংশ সমীক্ষা পাহাড়ের তিন আসনে স্থানীয় দুই দলের কথা ভুলে গেছিল। তাই অন্যান্য 0 দেখিয়েছে।

4) অধিকাংশ সমীক্ষা দেখে মনে হয়েছে সমীক্ষকরা যেন 2019 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক হিসেবটা ধরে এগিয়েছেন। সেটা ছিল তৃণমূল +-161, বিজেপি +- 124। তার উপরেই হিসেব হয়েছে। এরপর তৃণমূলের জনসংযোগ, দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী তাঁরা ধরতে পারেননি, যাতে শেষ মুহূর্তে বড় সুইং হয়েছে।

5) উত্তরবঙ্গ ও জঙ্গলমহল, যেখানে লোকসভার হিসেবে তৃণমূল বিপর্যস্ত ছিল, এবার সেখানে বেশ কিছু আসন পাবে তারা। সমপরিমাণ কমবে বিজেপি।

আরও পড়ুন:অসম: এনআরসি সত্ত্বেও এগিয়ে বিজেপি! বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত

6) মোদিজি, অমিতজির ডেইলি প্যাসেঞ্জারি, উগ্র হিন্দুত্ব, বিপুল খরচের কারণে অন্তত 20-26 টি ডেফিসিট আসন বিজেপি প্লাস করবে।

7) তৃণমূলের গোষ্ঠীবাজি, স্থানীয় নেতাদের উপর মানুষের রাগ, এসবে তৃণমূল বেশ কটি আসন নিয়ে ঝুঁকিতে থাকবে।

8) নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন আবেগে। যার চোখ দিয়ে এতদিন দেখেছেন, সেই এখন প্রতিপক্ষ। উগ্র হিন্দুত্ব খেলেছে বিজেপি। নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মমতা লিড নেবেন। দুনম্বর ব্লক হাড্ডাহাড্ডি। তবু 8-15,000 ভোটে জিতবেন মুখ্যমন্ত্রী।

9) বামেদের ফলাফল শোচনীয় হবে এবং বৈপরীত্যে ভরা। কয়েকটি আসনে বাম প্রার্থীরা তুলনায় ভালো ভোট পাবেন। বাকি আসনে বাম ভোট মূলত হিন্দু বাম ভোট এবারও বিজেপিকে সাহায্য করেছে। মোটের উপর বামেদের এখন ত্রিশঙ্কু ফলাফলের উপর তাকিয়ে প্রাসঙ্গিকতায় থাকা ছাড়া আর কোনো অঙ্ক নেই। কংগ্রেস তথৈবচ। আব্বাসের দল একই হাল। বড়জোর একটি বা দুটি আসন।

10) তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের মধ্যে অধিকাংশই পরাজিত হচ্ছেন। তবে কৃষ্ণনগর উত্তরে লোকসভায় 53,000 ভোটে এগিয়ে থাকা আসনে দাঁড়িয়ে মুকুল রায় অন্তত 10,000 ভোটে জিতে বিরোধী দলনেতা হওয়ার স্বপ্ন দেখছেন।
সেক্ষেত্রে মমতা মুখ্যমন্ত্রী, মুকুল বিরোধী দলনেতা। তাঁরাই রাজ্য চালাবেন। এত লাফিয়ে আসল বিজেপিরা যাবেন কোথায়?

Advt

Previous articleবিজেপি বাংলার মসনদে এলে মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ?
Next articleকরোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির, শোকবার্তা রাষ্ট্রপতির