গোহারার পর সৌজন্য দেখিয়ে মমতাকে টুইট মোদির

২১এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে সংগ্রামে নেমেছিল গেরুয়া শিবির। নির্বাচনী প্রচার করতে বঙ্গে একাধিকবার এসেছেন মোদি-শাহ- নাড্ডা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। উল্টে ২০০-র বেশি আসন পেয়ে শেষ হাসি হেসেছেন তৃণমূল সুপ্রিমো। সোনার বাংলা জয়ের স্বপ্নভঙ্গ হতেই সৌজন্যতা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আগামী সময়ে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে রাজ্য সরকারকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিনের টুইটে মোদি লিখেছেন, “তৃণমূলের জয়ের জন্য মমতা দিদির তৃণমূলকে শুভেচ্ছা। জনগণের আকাঙ্খা পূরণ করতে এবং কোভিড ১৯ অতিমারি পরিস্থিতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে সবরকম সহযোগিতা অব্যাহত রাখবে।”

রবিবার মোট ৪ টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু , অসম, কেরালা ও পুদুচেরির জয়ী মুখ্যমন্ত্রীদেরও জয়ের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।

Advt

Previous articleহায়দরাবাদের বিরুদ্ধে শতরান করে উচ্ছসিত বার্টলার
Next articleফলপ্রকাশের পরই বাম-বিপর্যয় নিয়ে বিস্ফোরক সিপিএমের তন্ময়