অস্তিত্বের ভয়ঙ্কর সংকটে দলবদলুরা

ভোটের এই ফল প্রমান করছে, নির্বাচনের মুখে ‘দলবদলু’ নেতা- বিধায়করা এবারের ভোটে কোনও প্রভাব ফেলতে পারেনি৷ যতখানি শোরগোল ফেলে এরা দলবদল করেছিলেন, বিজেপির শীর্ষস্তর যে আশায় এদের দলে নিয়েছিলেন, তার ন্যূনতম প্রতিদানও এই দলবদলুরা দিতে পারেননি৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে পাড়ি দেওয়া এই নেতাদের বেশিরভাগই এবার পদ্ম-প্রতীকে প্রার্থী হয়েছিলেন৷ এখনও সম্পূর্ণ ফল প্রকাশ হয়নি, কিন্তু ইঙ্গিত মিলছে, এই দলবদলুরা হতাশ করেছে বিজেপিকে৷ সাধারণ মানুষ দলবদলুদের প্রত্যাখ্যান করেছেন৷
ভোটের এই ফল প্রমান করেছে, দলবদলে তৃণমূলের আদৌ কোনও ক্ষতি হয়নি৷ দলবদল করা কয়েকজন বিচ্ছিন্নভাবে জয়ী হতেই পারেন, কিন্তু এই ‘দলবদল’-এর সামগ্রিক ‘সুফল’ বিজেপি পায়নি৷ বিজেপির ভাবনাচিন্তায় যে অপরিপক্কতা রয়েছে, তা প্রকাশ্যে এসেছে৷

আরও পড়ুন-পাহাড়ে ভোট কাটাকুটিতে বিজেপি ২, তামাংদের দখলে ১, কোণঠাসা গুরুং, কিশোর সাহার কলম

Advt

Previous articleদেশজুড়ে লকডাউন ছাড়া করোনা মোকাবিলা সম্ভব নয়, কেন্দ্রকে চাপ টাস্কফোর্সের
Next article‘প্রতিষ্ঠান-বিরোধিতা’ বলে কিছুই ছিলো না