৫ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ৫ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ নিতে পারেন  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বললেন,  ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে  মমতা বন্দ্যোপাধ্যায়  শপথ নিতে পারেন। আর অন্য বিধায়করা সম্ভবত ৬ মে শপথ নিতে চলেছেন।

সোমবার বিকেলে তৃণমূল ভবনে সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরও। এই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার পরিষদীয় দলের দলনেত্রী  হিসাবে নির্বাচিত করেন জয়ী বিধায়করা। বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে নির্বাচিত করা হয়। তাঁকেই বিধানসভার অধ্যক্ষ পদে বসানোর প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৬ মে  ‘প্রোটেম স্পিকার’ হিসাবে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিমানবাবু। তাঁর হাতে দায়িত্ব তুলে দেবেন সুব্রত মুখোপাধ্যায়।এদিন জয়ী প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা। প্রত্যেক সদ্য নির্বাচিত বিধায়ককে নিজের নিজের বিধানসভার মানুষের জন্য ভালভাবে কাজ করার  নির্দেশ দিয়েছেন মমতা। সেইসঙ্গে সাধারণ মানুষের সমস্যা গুরূত্ব সহকারে শুনে -জেনে তা যথাযথভাবে সমাধানের নির্দেশ দিয়েছেন দলনেত্রী ।

Advt
Previous articleবিজেপি-বাহিনী অত্যাচার করছে, সকলে শান্ত থাকুন: বার্তা মমতার
Next articleকরোনা পরিস্থিতি সামলাতে প্রয়োজনে লকডাউন জারির পরামর্শ দিল শীর্ষ আদালত