বিজেপির বিরোধী দলনেতা কে? মুকুল-শুভেন্দু নাকি আদি শিবিরের?

Bjpর তরফে বিধানসভায় opposition leader এখন কে হবেন? তা নিয়েও টানাটানি তুঙ্গে। শোনা যাচ্ছে Mukul Royএর নাম। কিন্তু পদ দেখলেই পদ পেতে চাওয়া Shuvendu Adhikariর শিবির দিল্লিতে কথা বলতে শুরু করছেন। তৎকালনির্ভর পরিযায়ী নেতা Kailash Vijaybargiya চান মুকুলকে। সূত্রের খবর, Dilip Ghosh এঁদের দুজনকেই চান না। যেভাবে দিল্লি আর দলবদলুরা ছড়ি ঘুরিয়ে দলকে ডুবিয়েছে, তাতে দিলীপ এবং আদি বিজেপি চটে লাল। তাঁরা চান পুরনো কোনো সিনিয়র নেতাকে এই মর্যাদা দিতে। এনিয়ে বিজেপির অন্দরমহলে টানাপোড়েন শুরু হয়েছে।

আরও পড়ুন-গান্ধী পরিবার নয়, জাতীয় রাজনীতির বিরোধী মুখ একমাত্র মমতা

Advt

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleপরিচয়পত্র না থাকলে হাসপাতাল থেকে ফেরানো যাবে না রোগী, কেন্দ্রকে জাতীয় নীতি আনার নির্দেশ সুপ্রিম কোর্টের