মঙ্গলবারের পর বুধবার ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার

যেমন আশঙ্কা করা হয়েছিল, তেমনটাই ঘটছে। ৫ রাজ্যে ভোট (Assembly Election) পর্ব মিটতেই জ্বালানি তেলের দাম যে বাড়বে সে আশঙ্কা ছিলই। দীর্ঘ ১৮দিন পর গতকালও মঙ্গলবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের (Petrol-Disel)। আজ, বুধবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। সংশ্লিষ্ট মহল মনে করছে, আবার একটানা জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার।

গতকাল, মঙ্গলবার কলকাতায় লিটার পিছু পেট্রল বেড়েছিল ১৪ পয়সা। প্রতি লিটারের দাম ছিল ৯০.৭৬ টাকা। ডিজেল ১৭ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৩.৭৮ টাকা। আজ আরও ১৬ পয়সা দাম বেড়ে প্রতি লিটার পেট্রোল পিছু নতুন দাম হয়েছে ৯০.৯২। ডিজেলের দাম বেড়েছে ২০ পয়সা। নতুন দাম ৮৩.৯৮ টাকা।

Advt

Previous articleতন্ময়ের বক্তব্য অনুমোদন করল না সিপিএম, চাওয়া হবে ব্যাখ্যা
Next articleজিতেও অশান্তি, সর্বানন্দ না হিমন্ত, কে হবেন মুখ্যমন্ত্রী, কোন্দল অসম বিজেপিতে