১৩মে শীতলকুচি যাবেন ধনকড়, টুইট করতেই নিন্দার বন্যা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গেও সংঘাতের পথই বজায় রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এবার রাজ্যের হিংসা উপদ্রুত এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল৷ আগামী ১৩ মে বিএসএফ-এর হেলিকপ্টারে করে কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল৷ শীতলকুচিতেও যাওয়ার কথা রয়েছে তাঁর৷নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টুইটে ট্যাগ করেছেন তিনি ৷
শপথ নেওয়ার পরেই হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তার পরেও রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের উদ্বেগ কমেনি৷
গত কয়েকদিনে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বার বার সরব হয়েছেন রাজ্যপাল৷


সোমবার রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেও একই ভাবে সরব হন রাজ্যপাল৷ পরে রাজ্যপালের নাম না করে সরকারকে বিরক্ত করার অভিযোগে পাল্টা সরব হন মুখ্যমন্ত্রীও৷
রাজ্যপাল এমনও অভিযোগ করেছিলেন, তিনি হিংসা উপদ্রুত এলাকায় যেতে চাইলেও রাজ্যের তরফে তাঁকে হেলিকপ্টার দেওয়া হচ্ছে না৷ শেষ পর্যন্ত বিএসএফ-এর কপ্টারেই রওনা হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
রাজ্যপালের শীতলকুচি সফর নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, ওসব ওনার কাজ নয়। যদিও এতে ভুল কিছু দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে, উনি যেতেই পারেন।এমনিতেই শীতলকুচিতে গুলিকাণ্ডে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল।
এবার পাল্টা টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে রাজ্যে সরকারের কাজে হস্তক্ষেপ করতে শুরু করেছেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অকারণে প্রশ্ন তুলতে শুরু করেছেন তিনি। কল্যাণ দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের আর কোথাও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি এমনকী মৃত্যুও হয়নি।
তারপরেও নাটক চলছে ।

Advt

Previous articleরাজ্যে করোনায় দৈনিক আক্রান্ত ২০ হাজার পার, মৃত্যু ১৩২ জনের
Next articleব্যাপক ঝড়-বৃষ্টি কলকাতায়, রাজভবনের সামনে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত ১