কোভিডবিধি উপেক্ষা করেই পরীক্ষার আয়োজন মালদহের গৌড় মহাবিদ্যালয়ে!

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে চলছে কার্যত লকডাউন। মানা হচ্ছে একাধিক বিধি-নিষেধ। এবার সেই কোভিডবিধি উপেক্ষা করে গৌড় মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে মালদহ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে জড়ো হয়েছিলেন শতাধিক পরীক্ষার্থী। শুরুও হয়েছিল পরীক্ষা।

তাল কাটলো সংবাদমাধ্যমের পৌঁছানোর পর। খবর পেয়ে বিশ্ববাংলা সংবাদ সহ একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরা পৌঁছাতেই হুলুস্থুল অবস্থা পরীক্ষাকেন্দ্রে।

এদিনের ঘটনার বিষয়ে মালদার গৌড় মহাবিদ্যালয় অধ্যক্ষ অসীম কুমার সরকারের বক্তব্য, ‘কোথাও একটা ভুল হয়েছে। আমরা কলেজে কোন পরীক্ষার অনুমতি দিইনি।’ তাহলে কার নির্দেশে সরকারি বিধি উপেক্ষা করে এই পরীক্ষা? অধ্যক্ষের উত্তর, ‘ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

করোনা অতিমারির জন্য সরকারি নির্দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই বন্ধ পঠন-পাঠনের কাজ। বন্ধ সব ধরণের জমায়েতও। তারপরও রবিবার দুপুরে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মালদার গৌড় মহাবিদ্যালয় চলছিল আরএমপি (রেজিস্ট্রেশন মেডিকেল পরীক্ষা) এর পরীক্ষা এবং রেজিস্ট্রেশন এর কাজ।
অত্যন্ত গোপনে করা হচ্ছিল এই কাজ। সংবাদমাধ্যমের তৎপরতায় এই ঘটনায় নড়চড়ে বসে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় পরীক্ষাও।

আরও পড়ুন- সরকার ব্যস্ত ব্লু টিকের লড়াইয়ে, প্রাণে বাঁচতে আপনারা আত্মনির্ভর হোন: ফের কটাক্ষ রাহুলের

Advt

Previous articleএবার ভাটপাড়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে টুইট ধনকড়ের
Next articleআবেগ আর শ্রদ্ধার রবিবাসরীয় কোলাজ: অভিষেকের শিষ্টাচারে আপ্লুত ৩ বর্ষীয়ান নেতা