ইউরোর ফাইনালে পৌঁছে গেল ইংল‍্যান্ড, ফাইনালে কেনদের মুখোমুখি ইতালি

ইউরো কাপর ( Euro cup) ফাইনালে পৌঁছে গেল ইংল‍্যান্ড( England)। বুধবার রাতে তারা ২-১ গোলে হারিয়ে দিল ডেনমার্ককে( Denmark)। ফাইনালে ইংল‍্যান্ডের মুখোমুখি ইতালি( Italy)।

আক্রমণ প্রতি আক্রমণে শুরু হয় বুধবারে এই সেমিফাইনাল। ম‍্যাচের ৩০ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন ড‍্যামসগার্ড। তবে এর ঠিক ন’মিনিটের ব‍্যাবধানে ডেনমার্কের ফুটবলার সাইমনের  আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইংল‍্যান্ড। কেন অনবদ্য পাস বাড়ান বুকায়ো সাকাকে। ডান দিক থেকে সাকা সেন্টার করেন। লক্ষ্য ছিল রহিম স্টারলিং। কিন্তু তার পায়ে বল পৌঁছনোর আগে নিজের গোলে বল ঢুকিয়ে দেন ডেনমার্কের সাইমন ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ ঝজায় রাখে দু’দলই। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের ব‍্যবধান না বাড়ায় ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম‍্যাচের ১০৪ পেনান্টি পায় সাউথগেটের দল। সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু নষ্ট করেননি কেন। পেনাল্টি থেকে গোল করে ইংল‍্যান্ডকে ২-১ এগিয়ে দেন কেন। এরপর ডেনমার্ক আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article‘বিজেমূল’ বলা ভুল হয়েছে, মানুষ নেয়নি আমাদের, কর্মীদের কাছে স্বীকারোক্তি সূর্যকান্তর