তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিংয়ের জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রাক্তন আইপিএস (Ex IPS) তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক (Ex MLA) রচপাল সিং প্রয়াত (Rachpal Singh Passes Away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ, বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারকেশ্বরের (Tarkeswar) এই প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রচপাল সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “রচপাল সিংয়ের মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল।”

উল্লেখ্য, প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বছরে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষ সরকারের পর্যটন দফতর এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমলা ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

Previous articleউইম্বলডন থেকে ছিটকে গেলেন ফেডেরার
Next articleশপথের পরেই বিতর্ক, প্রশ্নের মুখে নিশীথের শিক্ষাগত যোগ্যতা