মুকুল রায় যোগদানের সময় বলেছিলেন,”চাটনি।” এখন শোভন-বৈশাখীকে অবলীলায় বলে দিলেন “ডাল-ভাত।” বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ডায়লগ সুপারহিট। জল্পনা চলছে, তিনি নিছক রসিকতা করছেন? নাকি এসব খাদ্যবস্তু বলে নিজের বা বিজেপির হজমশক্তি বোঝাচ্ছেন? বিজেপির এক নেতা বলেন,” দিলীপদা হাসিমুখে এসব বাজারে ছাড়েন। তাই বলে ভাববেন না উনি না ভেবেচিন্তে এসব বলেন। দলের পুরনো নেতাকর্মীদের মনোভাবকে গুরুত্ব দিয়েই এসব ডায়লগ ছাড়েন তিনি। দলের স্বার্থে অনেক কিছু করতে হয়। আবার আসল মনের ভাবটাও বুঝিয়ে দেন।”

আরও পড়ুন-কেউ ছাড় পাবেন না, সবাইকেই তদন্তের মুখোমুখি হতে হবে: দিলীপ
