ট্রাফিক নিয়ে বাড়াবাড়ি নয়, পুলিশকে বার্তা মমতার

“সেফ ড্রাইভ সেভ লাইভ”, নিয়ে বাড়াবাড়ি নয়, বরং সতর্ক ও সচেতন করা হোক মানুষকে। কোনও গাড়ি চালক যদি ভুল করে, তাহলে তার উপর যেন পুলিশি জুলুম যেন করা না হয়। সেক্ষেত্রে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়।

যদি মানুষকে আরও সচেতন করা হয়, সেক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে বলেই মনে করেন মুখমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। এদিন পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে এমনই বার্তা দেন মমতা।

আরও পড়ুন-মরশুম শেষে অবসর নিতে পারেন রোনাল্ডো?