কাশ্মীরে মিলছে না বেবিফুড থেকে জীবনদায়ী ওষুধ, হাহাকার সর্বত্র

পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক বলে অনেকে দাবি করলেও কাশ্মীরের বাস্তব চিত্র কিন্তু তা বলছে না। স্থানীয় সূত্রে খবর, কাশ্মীর স্বাভাবিক হয়নি। বেঁচে থাকার জন্য ওষুধ মিলছে না। বাচ্চাদের বেবি ফুড অমিল। এমনকী জীবনদায়ী ওষুধ না পেয়ে হাহাকার শুরু হয়েছে।

5 আগস্ট থেকে স্তব্ধ কাশ্মীর উপত্যকা। শেষ হয়ে আসছে নিত্যপ্রয়োজনীয় ওষুধের সরবরাহ। 5 আগস্ট জম্মু–কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় 370 ধারা। দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর ও লাদাখ। সেই সিদ্ধান্তের পর থেকেই বন্ধ দোকানপাট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ব্যাহত। ওষুধের সরবরাহ নেই। কেবলমাত্র কিছু অ্যান্টিবায়োটিক পড়ে রয়েছে বলে জানান, জনৈক এক বিক্রেতা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মত রোগ নিয়ে দুরদুরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন মানুষ।

গত 30 বছরেও এই ধরনের ওষুধের অভাবে কাশ্মীরে হয়নি। গ্রামীণ অঞ্চলে বেবিফুডের মত প্রাথমিক দ্রব্যেরও জোগান না থাকায় হাহাকার শুরু হয়েছে। সরকারি হাসপাতালে বেড়েছে রোগী সংখ্যা, কারণ সমস্যা একটাই ওষুধ নেই।

Previous articleমহাকাশে অপরাধ ঘটালো এক মহাকাশচারী, তারপর কি হল?
Next articleচিদাম্বরমকে সোমবার ফের তোলা হবে CBI আদালতে, জামিন পাওয়া অনিশ্চিত