Wednesday, December 17, 2025

একুশের বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সভাপতি থেকে বুথ সভাপতি পদে নাম বাছাইয়ের বিশেষ প্রাথমিক বৈঠক গেরুয়া শিবিরের। মঙ্গলবার বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠক বসছে ICCR প্রেক্ষাগৃহে। বৈঠকে বাংলার 18 জন সাংসদ, 14 জন বিধায়ক এবং 38 টি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও বিশেষ কিছু নেতাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির তরফে থাকার কথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের। এই বৈঠকেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বুথ, মন্ডল, জেলা, রাজ্য প্রায় সব জায়গাতেই নেতা বাছাইয়ের কাজ করা হবে। লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির সাফল্যের পর বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে, তাতে বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে আদি বনাম নব্যের দ্বন্দ্ব বাড়তেও শুরু করেছে। দলে শৃঙ্খলা এনে সেই সমস্ত গন্ডগোল কিভাবে রোখা যায়, তা বঙ্গ- বিজেপির নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। বৈঠকে এ বিষয়ে কিছু নির্দেশ দেবেন দিল্লির নেতারা। বিজেপির এই বৈঠকে রাজ্য সংগঠনে কতখানি অদল-বদলের সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে যেভাবে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে অনেক জেলাতেই সংগঠনে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “সাংগঠনিক নির্বাচন নিয়ে সর্বস্তরের নেতাদের বার্তা দিতেই এই বৈঠক।”

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version