Saturday, November 1, 2025

একুশের বিধানসভা নির্বাচনের আগেই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সভাপতি থেকে বুথ সভাপতি পদে নাম বাছাইয়ের বিশেষ প্রাথমিক বৈঠক গেরুয়া শিবিরের। মঙ্গলবার বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠক বসছে ICCR প্রেক্ষাগৃহে। বৈঠকে বাংলার 18 জন সাংসদ, 14 জন বিধায়ক এবং 38 টি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ও বিশেষ কিছু নেতাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির তরফে থাকার কথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের। এই বৈঠকেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বুথ, মন্ডল, জেলা, রাজ্য প্রায় সব জায়গাতেই নেতা বাছাইয়ের কাজ করা হবে। লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির সাফল্যের পর বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে, তাতে বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে আদি বনাম নব্যের দ্বন্দ্ব বাড়তেও শুরু করেছে। দলে শৃঙ্খলা এনে সেই সমস্ত গন্ডগোল কিভাবে রোখা যায়, তা বঙ্গ- বিজেপির নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। বৈঠকে এ বিষয়ে কিছু নির্দেশ দেবেন দিল্লির নেতারা। বিজেপির এই বৈঠকে রাজ্য সংগঠনে কতখানি অদল-বদলের সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে যেভাবে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে অনেক জেলাতেই সংগঠনে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “সাংগঠনিক নির্বাচন নিয়ে সর্বস্তরের নেতাদের বার্তা দিতেই এই বৈঠক।”

Related articles

বাদ যাবে এক কোটি মতুয়ার নাম! অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতাবালা ঠাকুরের

যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে রাজ্যের একটি বড় অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম...

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...
Exit mobile version