2021-এর সলতে পাকাতে পুজোর আগে রাজ্যে আসছেন শাহ-নাড্ডা

কর্মসূচি চূড়ান্ত।  পুজোর আগেই একসঙ্গে রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ এবং কার্যকরী সভাপতি জগত্প্রসাদ নাড্ডা। দু’দিনের সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতায় আসতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির কার্যকরী সভাপতি জগত্প্রসাদ নাড্ডারও আসার কথা রাজ্যে। কার্যকরী সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও বাংলায় আসেননি নাড্ডা।
দিল্লি নেতৃত্ব বাংলাকে কতখানি গুরুত্ব দিচ্ছেন, তা ইতিমধ্যেই নানাভাবে স্পষ্ট হয়েছে। সূত্রের খবর, দলের সাংগঠনিক রদবদল ও রণনীতি সাজিয়ে দিতেই মূলত রাজ্যে আসছেন অমিত শাহ।