Sunday, November 2, 2025

সিন্ধুর বিশ্ব জয় নিয়ে যা বললেন বাংলার ব্যাডমিন্টন তারকা অরূপ বৈদ্য

Date:

রবিবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। তারপর থেকেই তাঁকে নিয়ে আবেগে ভাসছে গোটা ক্রীড়ামহল। হায়দরাবাদী শাটলারের এই বিরল কীর্তির জন্য তাঁকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুধু তাই নয়, ক্রিকেটের বিদ্বজনেরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন সিন্ধুকে। বিশ্বের দরবারে দেশের নাম স্বর্ণাক্ষরে লিখে সোমবার মধ্যরাতে দেশে ফিরেছেন সিন্ধু। আর এবার তাঁকে নিয়ে আবেগে ভাসলেন বাংলার জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা অরূপ বৈদ্য।

‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে অরূপ বৈদ্য বলেন, ‘আমি শুভেচ্ছা জানাই সিন্ধুকে। ও যেভাবে বিশ্বের দরবারে ভারতীয় ব্যাডমিন্টনকে তুলে ধরল, তা একেবারে অবিশ্বাস্য। এর ফলে আগামী দিনে বাচ্চারা ব্যাডমিন্টন খেলার জন্য আরও বেশি করে অনুপ্রেরণা পাবে।’

আরও পড়ুন – “ভারতীয় হিসেবে গর্বিত”, মধ্যরাতে দেশে ফিরে জানালেন সিন্ধু

এখানেই থামেননি বাংলার এই ব্যাডমিন্টন তারকা। তিনি হায়দরাবাদী শাটলারের পারফরম্যান্স সম্পর্কেও কথা বলেন। তাঁর আরও সংযোজন, ‘সিন্ধু প্রসঙ্গে যাই বলব, সেটাই কম বলা হবে। ওর এরকম খেলা আমি এর আগে কখনও দেখিনি। এর আগে আমি ওর অলিম্পিক খেলা দেখেছিলাম। কিন্তু তাতে এত বেশি পজিটিভ ও অ্যাগ্রেসিভ ভাব দেখিনি। এরকম একটা মঞ্চে খেলতে গেলে একটা স্নায়ুর চাপ থাকে। সেই চাপ অতিক্রম করে বিপক্ষকে যেভাবে ও ওয়াশ আউট করেছে, তা প্রশংসার দাবি রাখে।’

এর পাশাপাশি অরূপ বৈদ্য এমনটাও বলেন যে, হয়তো সিন্ধু ভবিষ্যতে আর খেলবেন কিনা, এসব কথা মাথায় রেখেই এই খেতাব জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আর তাই সিন্ধু এই সাফল্য পেয়েছেন বলেও জানান বাংলার এই জনপ্রিয় ব্যাডমিন্টন তারকা।

আরও পড়ুন – বাড়ি ফিরলে সোনার মেয়ে সিন্ধুকে তাঁর মা কি খাওয়াবে জানেন?

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version