সন্ত্রাসকে হারিয়ে ভারতে 6 গুন বেশি মৃত্যু প্রেমের কারনে

বস্তাপচা ধ্যান-ধারনা বদলানোর সময় হয়েছে। সন্ত্রাস মানেই মৃত্যু-মিছিল আর প্রেমের অর্থ জীবনের জয়গান, এমন ভাবনা এবার ঝেড়ে ফেলুন। সন্ত্রাসের থেকে বহুগুন ‘ভয়াবহ’ প্রেম।

গত 15 বছরে ভারতে সন্ত্রাসী হামলার কারনে যত মানুষের মৃত্যু হয়েছে, তার থেকে 6 গুন বেশি মানুষ মারা গিয়েছেন ‘প্রেম’-এর কারনে। নতুন এক সমীক্ষা এই হিসাবই তুলে ধরেছে। ওই সমীক্ষায় বলা হয়েছে,

■ গত 15 বছরে সন্ত্রাস বা জঙ্গিহানার কারনে ভারতে যত মানুষ প্রাণ হারিয়েছেন, তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন প্রেমঘটিত কারনে।

■ 2002 থেকে 2017 সালের মধ্যবর্তী সময়ে এই ভারতবর্ষে প্রেমের কারণে 43 হাজার 585টি খুনের ঘটনা ঘটেছে।

■ ওই একই সময়ে একই কারনে এ দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে 81 হাজার 189টি।

■ ওই একই সময়ে প্রেম-জনিত কারণে মহিলা- অপহরণের ঘটনা ঘটেছে 2 লক্ষ 60 হাজার।

■ এইসব মহিলাদের অধিকাংশকেই অপহরণ করা হয়েছে স্রেফ বিয়ে করার জন্যই।

■ এবার বিপরীত দিকটাও দেখা যাক।

ওই একই সময়ে, অর্থাৎ, 2002 থেকে 2017 সালের মধ্যবর্তী সময়ে ভারতে সন্ত্রাসী হামলা বা জঙ্গিহানায় ‘মাত্র’ 20 হাজার মানুষের মৃত্যু হয়েছে।

■ সমীক্ষা বলছে, প্রেম-ভালোবাসার কারনে মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

■ দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ।

■ প্রেমের কারণে সব থেকে বেশি খুনের ঘটনা ঘটেছে এই পাঁচ রাজ্যেই।

■ ওই সব খুনের পুলিশি-তদন্তে দেখা গিয়েছে:

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক নৃশংস হয়ে উঠেছেন।

অনেক সময় কোনও না কোনও ক্ষোভে প্রেমিকাকে খুন করা হয়েছে।

আবার কখনও প্রেমিকাকে ‘শিক্ষা’ দিতে প্রেমিক নিজেকেই শেষ করে দিয়েছেন।

■ প্রেম নিয়ে সমীক্ষা হবে, আর তাতে বাঙালির ছোঁয়া থাকবে না, তা আবার হয় নাকি ! এক্ষেত্রেও হয়নি। সমীক্ষায় বলা হয়েছে,
■ 2002 থেকে 2017 সালের মধ্যে প্রেমে ব্যর্থ হয়ে সব থেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে।

■ ওই সময়সীমায় 15 হাজার আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন বাঙালি’রাই।

■ প্রেম-আত্মহত্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। 15 বছরে 9 হাজার 405টি আত্মহত্যার ঘটনা ঘটেছে সেখানে।

Previous articleমমতা মডেলে বিধাননগরে ঘুরে ঘুরে বৈঠকে কৃষ্ণা
Next articleব্রেকফাস্ট নিউজ