Sunday, November 2, 2025

সন্ত্রাসকে হারিয়ে ভারতে 6 গুন বেশি মৃত্যু প্রেমের কারনে

Date:

বস্তাপচা ধ্যান-ধারনা বদলানোর সময় হয়েছে। সন্ত্রাস মানেই মৃত্যু-মিছিল আর প্রেমের অর্থ জীবনের জয়গান, এমন ভাবনা এবার ঝেড়ে ফেলুন। সন্ত্রাসের থেকে বহুগুন ‘ভয়াবহ’ প্রেম।

গত 15 বছরে ভারতে সন্ত্রাসী হামলার কারনে যত মানুষের মৃত্যু হয়েছে, তার থেকে 6 গুন বেশি মানুষ মারা গিয়েছেন ‘প্রেম’-এর কারনে। নতুন এক সমীক্ষা এই হিসাবই তুলে ধরেছে। ওই সমীক্ষায় বলা হয়েছে,

■ গত 15 বছরে সন্ত্রাস বা জঙ্গিহানার কারনে ভারতে যত মানুষ প্রাণ হারিয়েছেন, তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন প্রেমঘটিত কারনে।

■ 2002 থেকে 2017 সালের মধ্যবর্তী সময়ে এই ভারতবর্ষে প্রেমের কারণে 43 হাজার 585টি খুনের ঘটনা ঘটেছে।

■ ওই একই সময়ে একই কারনে এ দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে 81 হাজার 189টি।

■ ওই একই সময়ে প্রেম-জনিত কারণে মহিলা- অপহরণের ঘটনা ঘটেছে 2 লক্ষ 60 হাজার।

■ এইসব মহিলাদের অধিকাংশকেই অপহরণ করা হয়েছে স্রেফ বিয়ে করার জন্যই।

■ এবার বিপরীত দিকটাও দেখা যাক।

ওই একই সময়ে, অর্থাৎ, 2002 থেকে 2017 সালের মধ্যবর্তী সময়ে ভারতে সন্ত্রাসী হামলা বা জঙ্গিহানায় ‘মাত্র’ 20 হাজার মানুষের মৃত্যু হয়েছে।

■ সমীক্ষা বলছে, প্রেম-ভালোবাসার কারনে মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

■ দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ।

■ প্রেমের কারণে সব থেকে বেশি খুনের ঘটনা ঘটেছে এই পাঁচ রাজ্যেই।

■ ওই সব খুনের পুলিশি-তদন্তে দেখা গিয়েছে:

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক নৃশংস হয়ে উঠেছেন।

অনেক সময় কোনও না কোনও ক্ষোভে প্রেমিকাকে খুন করা হয়েছে।

আবার কখনও প্রেমিকাকে ‘শিক্ষা’ দিতে প্রেমিক নিজেকেই শেষ করে দিয়েছেন।

■ প্রেম নিয়ে সমীক্ষা হবে, আর তাতে বাঙালির ছোঁয়া থাকবে না, তা আবার হয় নাকি ! এক্ষেত্রেও হয়নি। সমীক্ষায় বলা হয়েছে,
■ 2002 থেকে 2017 সালের মধ্যে প্রেমে ব্যর্থ হয়ে সব থেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে।

■ ওই সময়সীমায় 15 হাজার আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন বাঙালি’রাই।

■ প্রেম-আত্মহত্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। 15 বছরে 9 হাজার 405টি আত্মহত্যার ঘটনা ঘটেছে সেখানে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version