Thursday, August 28, 2025

পুজো ও মহরম সুষ্ঠুভাবে করতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটেয় ওই বৈঠক হবে। সেই বৈঠকে কলকাতা ও তার আশপাশের বড় পুজো কমিটিগুলিকে ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ রাজ্য পুলিশের কর্তাব্যক্তিরা। এছাড়াও থাকবেন সিইএসি, বিদ্যুৎ বণ্টন কোম্পানি, বন্দর, কলকাতা পুরসভা, দমকলের কর্তারাও।

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস: ছাত্রাবেগে ভাসছে মেয়ো রোড

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুজোর আয়োজন নিয়ে সব পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। সকলের মতামত নেন। পুজোর আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। তাঁর আবেদনে বড় পুজো কমিটিগুলি ছোট পুজোগুলিকে আর্থিকভাবে সাহায্য করে।

পুলিশ, পুরসভা, দমকল, পুজোকমিটির মধ্যে সমন্বয় রেখে পুজোর আয়োজন করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও প্রতিবছর মহালয়ার আগের দিন থেকে উত্তর থেকে দক্ষিণ—পুজো মণ্ডপ ঘুরে বেড়ান। এটা তাঁর জনসংযোগের হাতিয়ার। কমপক্ষে 100 পুজোমণ্ডপে যান মমতা। পুজোর সময় যাতে নির্বিঘ্নে কাটে, তার জন্য পুলিশকে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন-দলে নবাগতদের সতর্ক করলো রাজ্য বিজেপি

এখন তৃতীয়া-চতুর্থী থেকে পুজোর ভিড় শুরু হয়ে যায়, তা সামাল দিতে পুলিশকে আগে থেকে পরিকল্পনা করতেও তাঁর পরামর্শ রয়েছে। সেই সঙ্গে বছর দু’য়েক ধরে তিনি চালু করেছেন পুজো কার্নিভাল। রেড রোডে সেই কার্নিভাল হয়। সেই সঙ্গে রয়েছে মহরম। সেই সব বিষয় নিয়েই শুক্রবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version