রাজ্যের আরও দুই মন্ত্রীকে নারদ-কাণ্ডে তলব করেছে CBI

অপরূপা পোদ্দার, শোভন চট্টোপাধ্যায়ের পর নারদ-কাণ্ডে রাজ্যের আরও দুই মন্ত্রীকে CBI তলব করেছে। নারদ-তদন্তের জাল দ্রুত গোটাতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সে কারনেই একইসঙ্গে নারদ মামলায় নোটিস পাঠানো হয়েছে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সুব্রত মুখোপাধ্যায়কেও। CBI সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁদের। CBI-এর দিল্লির সদর দফতর থেকে নারদ- তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দিতে বলা হয়েছে তদন্তকারী দলকে। নারদ-মামলায় এর আগেও CBI এই দুই মন্ত্রীকে জেরা করেছে। ওদিকে আগেই CBI দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও।

নারদ মামলার চার্জশিট দেওয়ার জন্য শেষ পর্যায়ের কিছু বক্তব্য জানা প্রয়োজন। সেকারণেই দ্বিতীয় দফায় এঁদের ডাকা হয়েছে। জানা গিয়েছে, নারদ-কাণ্ডে বুধবারই দিল্লিতে টানা তিন ঘন্টা জেরা করা হয়েছে বিজেপি নেতা মুকুল রায়কে।