Sunday, August 24, 2025

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি, বোর্ডের আস্থা পন্থের ওপরেই

Date:

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে দু’মাসের বিরতি নিয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর ঠিকানা ছিল জম্মু-কাশ্মীর। যদিও অবসর জল্পনাকে বরাবরই এড়িয়ে গিয়েছেন তিনি। এখন সেনা জীবন থেকে ফিরে এসেছেন। তবে ফিরে এলেও এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজেও অনিশ্চিত ধোনি। প্রোটিয়াদের বিরুদ্ধে উইকেটরক্ষক হিসেবে এবারও ঋষভ পন্থের ওপর আস্থা রাখতে চাইছে বিসিসিআই। এমনটাই সূত্রের খবর।

টি-20 বিশ্বকাপের আগে মোট 22টি ম্যাচ খেলবে কোহলি ব্রিগেড। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই তরুণ শক্তিদের তুলে আনতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই অভিজ্ঞ ধোনির থেকে তারুণ্যে ভরা পন্থকেই বেশি গুরুত্ব দিতে চাইছে বোর্ড। এমনকি এর পাশাপাশি সঞ্জু স্যামসন ও ইশান কিশাণের নামও উঠে আসছে। ভবিষ্যতের জন্য তিনজন উইকেটকিপারকে প্রস্তুত রাখতে চাইছে বিসিসিআই। তাই আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত ভারতের প্রাক্তন অধিনায়ক।

প্রসঙ্গত, আগামী 4 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দল ঘোষণা হতে পারে। প্রথম ম্যাচ 15 সেপ্টেম্বর ধরমশালায়। দ্বিতীয় ম্যাচ 18 সেপ্টেম্বর মোহালিতে ও তৃতীয় ম্যাচ 22 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে। এখন সত্যিই ভারতীয় স্কোয়াডে ধোনিরম ব্রাত্য থাকেন কিনা, সেটাই দেখার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version