এক নজরে জেলার কিছু খবর

হুগলী : উত্তরপাড়া পৌরসভার এলাকার একধিক ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রি করে পুরো টাকা শোধ হয়ে যাওয়ার পরেও রেজিস্ট্রি না করার জন্য গ্রেফতার করা হল পুষ্পেন্দু মজুমদার নামে এক প্রমোটারকে।হিন্দমোটরের বাসিন্দা গৌরী দাসের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পুষ্পেন্দুকে।

দক্ষিণ 24 পরগণা : সোনারপুর থানা অন্তর্গত গোবিন্দপুরে শ্রীরামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিংইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্রদের বিক্ষোভ।

তাদের দাবি, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের কলেজের ছাত্র-ছাত্রীরা লাস্টে যে সেমিস্টার হয়েছে তাতে 185 জন স্টুডেন্ট কে ফেল করিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজে ঠিকমতো শিক্ষকরা ক্লাস না করানোর দরুন, পড়াশোনা ঠিকমতো না হওয়ার দরুন, এই ফেল করেছে বলেই দাবি করছে ছাত্রছাত্রীরা।