Thursday, August 28, 2025

শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজ্য বিজেপি শো-কজ করছে শোভন-সখী বৈশাখীকে

Date:

দলের ন্যূনতম শৃঙ্খলা মানছেন না বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যখন ইচ্ছা সংবাদমাধ্যমে মন্তব্য করছেন। দলের অন্দরে যে সব কথা বলা উচিত, সে সব কথা প্রকাশ্যে বলছেন। এ কাজ সরাসরিভাবে দলীয় শৃঙ্খলাভঙ্গ। এমন কাণ্ডকারখানা বিজেপি কখনই বরদাস্ত করেনা বলে জানিয়েছেন দলের এক রাজ্য সাধারন সম্পাদক।
এই গুরুতর অপরাধে এবার শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শো-কজ বা সাসপেন্ড করতে চলেছে গেরুয়া শিবির। বৈশাখীর জবাব সন্তোষজনক না হলে, সরাসরি তাঁকে দল থেকে বহিষ্কার করার কথাও ভেবে রেখেছে বঙ্গ-বিজেপি।

আরও পড়ুন-বিজেপিতে নাকি অনুশাসন আছে, তাহলে নবাগতা বৈশাখীর প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের পরও ব্যবস্থা নয় কেন?

এদিকে, রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিতে কাউকে না জানিয়েই দিল্লি উড়ে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেছ বিজেপির কার্যকরী সভাপতি জগতপ্রসাদ নাড্ডার সঙ্গে দেখা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তাঁদের সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েই নাড্ডাকে নালিশ করবেন শোভন। শোভন-বৈশাখী যোগদানের পর থেকে একের পর এক ঘটনায় বিব্রত রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, বৈশাখী বন্দ্যোপাধ্যায় হাস্যকরভাবে নিজেকে ‘বড় নেত্রী’ ভেবে ফেলেছেন। আর সখী ছাড়া এক পা-ও ফেলতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। ফলে দলে জটিলতা তৈরি হয়েছে। বিজেপির দলীয় অনুশাসনের তোয়াক্কা করছেন না বৈশাখী, এমনই অভিযোগ রাজ্য নেতৃত্বের।

বিজেপি মোটামুটিভাবে দলীয় অনুশাসন মেনেই চলে। সেই দলে ক্রমশই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছেন বৈশাখী। দেবশ্রীকে নেওয়া যাবে না, এহেন আবদার দিয়ে শুরু হয়েছিল নাটক। সেই নাটকের দৃশ্য বারবার বদলে যাচ্ছে। শোভন-বৈশাখীর আচরন ও মন্তব্যে চরম বিরক্ত রাজ্য নেতৃত্ব । বৈশাখীকে নিয়ে কার্যত বিদ্রোহ বিজেপির অন্দরেই। ওদের দাবিমতো দু’জনকে একই পদ দিতে নারাজ বিজেপি। একথা প্রকাশ্যে আসার পরই রাজ্য নেতাদের নামে অভিযোগ জানাতে দুই বন্ধুর এই দিল্লিযাত্রা। শোনা যাচ্ছে, চাপ বাড়াতে বিজেপি থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশও করবেন শোভন-বৈশাখী। আর এই ঘটনায় শোভনদের ওপর যারপরনাই চটেছেন দিলীপবাবু। রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, বৈশাখীর এই ‘ব্ল্যাকমেল’ করার নোংরা খেলা এবার পাকাপাকিভাবে শেষ করবে দল।

আরও পড়ুন-রবিপ্রাতে গলফ গ্রীন সেন্ট্রাল পার্কে মিলল অজ্ঞাতপরিচয় রক্তাক্ত যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version