Saturday, November 8, 2025

শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজ্য বিজেপি শো-কজ করছে শোভন-সখী বৈশাখীকে

Date:

দলের ন্যূনতম শৃঙ্খলা মানছেন না বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যখন ইচ্ছা সংবাদমাধ্যমে মন্তব্য করছেন। দলের অন্দরে যে সব কথা বলা উচিত, সে সব কথা প্রকাশ্যে বলছেন। এ কাজ সরাসরিভাবে দলীয় শৃঙ্খলাভঙ্গ। এমন কাণ্ডকারখানা বিজেপি কখনই বরদাস্ত করেনা বলে জানিয়েছেন দলের এক রাজ্য সাধারন সম্পাদক।
এই গুরুতর অপরাধে এবার শোভন-সখী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শো-কজ বা সাসপেন্ড করতে চলেছে গেরুয়া শিবির। বৈশাখীর জবাব সন্তোষজনক না হলে, সরাসরি তাঁকে দল থেকে বহিষ্কার করার কথাও ভেবে রেখেছে বঙ্গ-বিজেপি।

আরও পড়ুন-বিজেপিতে নাকি অনুশাসন আছে, তাহলে নবাগতা বৈশাখীর প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের পরও ব্যবস্থা নয় কেন?

এদিকে, রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিতে কাউকে না জানিয়েই দিল্লি উড়ে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেছ বিজেপির কার্যকরী সভাপতি জগতপ্রসাদ নাড্ডার সঙ্গে দেখা করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তাঁদের সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েই নাড্ডাকে নালিশ করবেন শোভন। শোভন-বৈশাখী যোগদানের পর থেকে একের পর এক ঘটনায় বিব্রত রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, বৈশাখী বন্দ্যোপাধ্যায় হাস্যকরভাবে নিজেকে ‘বড় নেত্রী’ ভেবে ফেলেছেন। আর সখী ছাড়া এক পা-ও ফেলতে নারাজ শোভন চট্টোপাধ্যায়। ফলে দলে জটিলতা তৈরি হয়েছে। বিজেপির দলীয় অনুশাসনের তোয়াক্কা করছেন না বৈশাখী, এমনই অভিযোগ রাজ্য নেতৃত্বের।

বিজেপি মোটামুটিভাবে দলীয় অনুশাসন মেনেই চলে। সেই দলে ক্রমশই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছেন বৈশাখী। দেবশ্রীকে নেওয়া যাবে না, এহেন আবদার দিয়ে শুরু হয়েছিল নাটক। সেই নাটকের দৃশ্য বারবার বদলে যাচ্ছে। শোভন-বৈশাখীর আচরন ও মন্তব্যে চরম বিরক্ত রাজ্য নেতৃত্ব । বৈশাখীকে নিয়ে কার্যত বিদ্রোহ বিজেপির অন্দরেই। ওদের দাবিমতো দু’জনকে একই পদ দিতে নারাজ বিজেপি। একথা প্রকাশ্যে আসার পরই রাজ্য নেতাদের নামে অভিযোগ জানাতে দুই বন্ধুর এই দিল্লিযাত্রা। শোনা যাচ্ছে, চাপ বাড়াতে বিজেপি থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশও করবেন শোভন-বৈশাখী। আর এই ঘটনায় শোভনদের ওপর যারপরনাই চটেছেন দিলীপবাবু। রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, বৈশাখীর এই ‘ব্ল্যাকমেল’ করার নোংরা খেলা এবার পাকাপাকিভাবে শেষ করবে দল।

আরও পড়ুন-রবিপ্রাতে গলফ গ্রীন সেন্ট্রাল পার্কে মিলল অজ্ঞাতপরিচয় রক্তাক্ত যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version