Tuesday, November 11, 2025

মাল-এর সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তীব্র বাদানুবাদ ভারত-পাক প্রতিনিধির

Date:

মালদ্বীপের রাজধানী মালেতে দক্ষিণ এশিয়ার স্পিকারদের নিয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে কাশ্মীর নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়াল ভারত ও পাকিস্তান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং পাকিস্তানের দুই প্রতিনিধি কাশ্মীর নিয়ে তীব্র বিতর্ক জড়ালেন । সম্মেলনে প্রথম পাক প্রতিনিধিরাই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, ভারত অধিকৃত কাশ্মিরে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যা দেখে চুপ করে থাকা যায় না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানান ভারতের প্রতিনিধি। তিনি বলেন, এই সম্মেলন এই বিষয়ে আলোচনার জায়গা নয় । দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলনে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কাশ্মীর প্রসঙ্গ তুলে পুরো বিষয়টিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই অবিলম্বে পাক প্রতিনিধির এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান তিনি।

তার সাফ কথা, আসলে পাকিস্তানি চায় কাশ্মীরে অস্থিরতা বজায় রাখতে। সেই কারণেই উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি মদত দিচ্ছে পাক প্রশাসন। পাক সেনেটর কুরাত আল আন মারি বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে এই সম্মেলনে আলোচনা হচ্ছে ঠিকই। কিন্তু যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে উন্নয়ন হবে কিভাবে ? আর সেই প্রসঙ্গ উত্থাপন করা মোটেই অন্যায় নয়।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version