Wednesday, November 12, 2025

মাল-এর সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তীব্র বাদানুবাদ ভারত-পাক প্রতিনিধির

Date:

মালদ্বীপের রাজধানী মালেতে দক্ষিণ এশিয়ার স্পিকারদের নিয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে কাশ্মীর নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়াল ভারত ও পাকিস্তান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং পাকিস্তানের দুই প্রতিনিধি কাশ্মীর নিয়ে তীব্র বিতর্ক জড়ালেন । সম্মেলনে প্রথম পাক প্রতিনিধিরাই কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, ভারত অধিকৃত কাশ্মিরে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যা দেখে চুপ করে থাকা যায় না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানান ভারতের প্রতিনিধি। তিনি বলেন, এই সম্মেলন এই বিষয়ে আলোচনার জায়গা নয় । দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলনে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কাশ্মীর প্রসঙ্গ তুলে পুরো বিষয়টিকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই অবিলম্বে পাক প্রতিনিধির এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান তিনি।

তার সাফ কথা, আসলে পাকিস্তানি চায় কাশ্মীরে অস্থিরতা বজায় রাখতে। সেই কারণেই উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি মদত দিচ্ছে পাক প্রশাসন। পাক সেনেটর কুরাত আল আন মারি বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে এই সম্মেলনে আলোচনা হচ্ছে ঠিকই। কিন্তু যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে উন্নয়ন হবে কিভাবে ? আর সেই প্রসঙ্গ উত্থাপন করা মোটেই অন্যায় নয়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version