অসুস্থ অশোক ভট্টাচার্যের সাক্ষাতে মহারাজ

বাড়িতে হঠাৎই 24 আগস্ট শনিবার রাতে অসুস্থ বোধ করছিলেন তিনি। রবিবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করেন। বাড়িতেই পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে ইসিজি করা হয় তাঁর। পারিবারিক সেই ডাক্তারের পরামর্শেই তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অ্যাঞ্জিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। হার্ট অ্যাটাকে আক্রান্ত শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ দ্রুত অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় ফর্টিস হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়

আপাতত তিনি তাঁর কলকাতার বাড়িতে ফিরেছেন। তবে তাঁর বিশ্রামের প্রয়োজন। বাংলার আইকন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় অশোকবাবুর সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করে শুভেচ্ছা জানান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

আরও পড়ুন-ওনাম ভারতের একটি বিখ্যাত উৎসব, কীভাবে পালন হয় জানেন?