একনজরে কলকাতা ডার্বির সাতকাহন

1) আজ, 1 সেপ্টেম্বর রবিবারের ম্যাচটি 369তম কলকাতা ডার্বি।

2) এর আগে 368টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে 129টি ম্যাচ। মোহনবাগান 118টি ম্যাচ। বাকি 120টি ম্যাচ ড্র হয়েছে।
(মোট ডার্বির হিসাবে স্বাধীনতার আগে ট্রেডস কাপ ও কোচবিহার কাপ ধরা হয়েছে। স্বাধীনতার আগে এই দু’টি প্রতিযোগিতার প্রচণ্ড গুরুত্ব ছিল।)

3) গত কুড়ি মাস মোহনবাগান বড় ম্যাচে জয় পায়নি।
বড় ম্যাচে মোহনবাগানের শেষ জয় 2018 সালের 21 জানুয়ারি।

4) 2018-19 মরশুমে বড় ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। আলেজান্দ্রো দু’টি ডার্বিতেই জিতেছেন।

5) এই মুহূর্তে কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল আছে চতুর্থ স্থানে। মোহনবাগান সপ্তম স্থানে। এই রকম অবস্থানে দুই প্রধান কলকাতা লিগের ডার্বিতে আগে কখনও মুখোমুখি হয়নি।

6) ডার্বিতে বাঙালি ফুটবলাররা সংখ্যালঘু। হাতে গোনা জনা পাঁচেক খেলবেন। সাত স্প্যানিশের খেলার সম্ভাবনা নিশ্চিত। আফ্রিকার প্রতিনিধি শুধুই আইদারা। ভিন রাজ্যের প্রায় 12 জন খেলবেন। এর মধ্যে আছেন গোয়ান, পাহাড়ি, মালয়ালি, মারাঠি, জাঠ, পাঞ্জাবি।

7) দুই দলেরই কোচ স্প্যানিশ। অতীতে এই রকম নিদর্শন নেই।

Previous articleবাড়লো অনলাইনে দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম
Next articleরবিপ্রাতে গলফ গ্রীন সেন্ট্রাল পার্কে মিলল অজ্ঞাতপরিচয় রক্তাক্ত যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়