বিধানসভার মূল ফটকে অবস্থানে 3 বিজেপি বিধায়ক

অধ্যক্ষ তাঁকে সাসপেন্ড করায় বিধানসভার মূল ফটকে অবস্থানে বসলেন বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর। সঙ্গে দলের আরও দুই বিধায়কও অবস্থানে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার অধিবেশন চলাকালীন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলার ঘটনা উল্লেখ করে ‘পয়েন্ট অব অর্ডার’ তোলেন দুলালবাবু। অধ্যক্ষ অবশ্য আগেই তা তখন তুলতে নিষেধ করেছিলেন। নিষেধ অমান্য করায় তাঁকে কক্ষত্যাগের নির্দেশ দেন স্পিকার। কিন্তু, নির্দেশ না মানায় বাগদার বিধায়ককে মারশালদের দিয়ে পাঁজাকোলা করে বের করে দেওয়া হয়। প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন উপস্থিত দুই বিজেপি বিধায়কও।

আরও পড়ুন-বিশ্বভারতীতে অবস্থান বিক্ষোভ কর্মীদের