দুর্গাপুজোকে ঘিরে জনসংযোগ বাড়াতে বিজেপি মহিলা মোর্চার একাধিক কর্মসূচি

দুর্গোৎসবকে ঘিরে জনসংযোগ বাড়াতে চাইছে বিজেপি। ফের তা স্পষ্ট হয়ে গেল মহিলা মোর্চার ঘোষণায়। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
রবিবার রাজ্য বিজেপির সদর দফতরে ‘দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী’— শীর্ষক একটি জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন লকেট। কর্মসূচির পোস্টার প্রকাশ করে তিনি জানান, মহালয়ার দিন বিভিন্ন পুজো মণ্ডপ থেকে প্রভাত ফেরি বার করবে মহিলা মোর্চা। ওই এলাকার মহিলাদের নিয়েই ওই প্রভাত ফেরির আয়োজন করা হবে। বিজয়া দশমীতে আবার বিভিন্ন মণ্ডপে মহিলা মোর্চা আয়োজন করবে সিঁদুর খেলার।