Monday, August 25, 2025

সব্যসাচী দত্ত’র গনেশ পুজোর উদ্বোধনে দিলীপ-মুকুল, ত্রিসীমানায় নেই তৃণমূল

Date:

মন্ডপের মাথায় রয়েছে বিশালাকায় পদ্মফুল। আর পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দিলীপ ঘোষ।
তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত কোন দিকে ঝুঁকে আছেন,
এরপর তা আর না বোঝার কিছু নেই।

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা অনেকদিনের পুরনো। সেই জল্পনা ফের চলে এলো শিরোনামে। সোমবার সল্টলেকে সব্যসাচী দত্তের গনেশ পুজোর আনুষ্ঠানিক
উদ্বোধন করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, সঙ্গে মুকুল রায়।
তৃণমূল বিধায়কের এই গনেশ পুজোয় ডাকা হয়নি কোনও তৃণমূল নেতা-নেত্রীকেই। উল্টে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির নেতাদের। তাঁর বিজেপি যোগের সম্ভাবনা আরও স্পষ্ট করেছেন সব্যসাচী। আরও গুরুত্বপূর্ণ, সব্যসাচীর গনেশ পুজোর মন্ডপের মাথায় রয়েছে বিশাল এক পদ্মফুল।  রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি এবার সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়ার ব্যবস্থা সত্যিই নিশ্চিত?

সাম্প্রতিক অতীতে সব্যসাচীর সঙ্গে একাধিকবার সাক্ষাত হয়েছে মুকুল রায়ের। কিন্তু দু’তরফই এই সাক্ষাতের অন্য ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এবার আর রাখঢাখ নেই। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের গনেশ পুজো উদ্বোধনে যাচ্ছেন দিলীপ-মুকুল। এবারই প্রথম বিজেপির রাজ্য সভাপতি যাচ্ছেন সব্যসাচীর আমন্ত্রণে, সব্যসাচীর ডেরায়। তাই সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা এক ধাক্কায় অনেকটাই লাফ দিয়েছে। রাজনৈতিক মহল বলছে, হেভিওয়েট তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত-র গেরুয়া শিবিরে ঢুকে পড়া এখন স্রেফ সময়ের অপেক্ষামাত্র।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version