আড়ি পাতা নয়, ফরেন্সিক পরীক্ষাতেই নির্ভরতা বাড়াতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক

অপরাধ প্রমাণের ক্ষেত্রে ফোনে আড়ি পাতা বা তথাকথিত ‘থার্ড ডিগ্রি’ প্রয়োগের পুরনো কৌশলের পরিবর্তে ফরেন্সিক পরীক্ষাতেই জোর দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফৌজদারি তদন্তে অকাট্য প্রমাণ পেশের জন্য যাতে ফরেন্সিক পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন তদন্তকারীরা, সে সম্পর্কে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি পুলিস রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্টের অনুষ্ঠানে তিনি এই বিষয়ে তাঁর মত জানান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, অপরাধের অভিযোগ যত আসে তার মধ্যে খুব সামান্যই প্রমাণিত হয়। বহুক্ষেত্রে আদালতগ্রাহ্য প্রমাণ পেশের অভাবে তদন্ত অসম্পূর্ণ থাকে। তাই বিজ্ঞানসম্মত ফরেন্সিক পরীক্ষার সাহায্য বেশি করে নেওয়া উচিত। অমিত শাহ বলেন, ভারতীয় দন্ডবিধি এবং ফৌজদারি দন্ডবিধিতে যুগপোযোগী বদল আনা দরকার। অপরাধ বন্ধ করতে হলে পুরনো পদ্ধতি ছেড়ে বৈজ্ঞানিক পদ্ধতি কার্যকর করতে হবে। যে সব ফৌজদারি অপরাধে দোষীর সাত বছর বা তার বেশি সাজা হতে পারে, সেই সব তদন্তে ফরেন্সিক প্রমাণ বাধ্যতামূলক করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশীটে আনা অভিযোগের প্রমাণ যদি ফরেন্সিক পরীক্ষাতেই পাওয়া যায় তাহলে বিচারক বা আইনজীবীর সামনে শুরুতেই অকাট্য প্রমাণ পেশ করা যাবে।