Wednesday, November 12, 2025

পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হয়েছে ঝাঁ-চকচকে ছ’তলা আইটি হাব। বিভিন্ন বেসরকারি সংস্থা অফিস ঘর ভাড়া নিয়ে কাজকর্ম চালাচ্ছে এখানে। এরই মধ্যে একটি বেসরকারি সংস্থা ওই আইটি হাবের তিনতলায় অফিস ঘর ভাড়া নিয়ে অর্থলগ্নি ব্যবসা ফেঁদে বসেছে বলে অভিযোগ উঠেছে। আর সেই  অফিস থেকেই নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ীদের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমনকী মোট ঋণের উপর 21 শতাংশ এককালীন টাকাও কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সংস্থার পুরো নামের মধ্যে ‘ব্যাঙ্ক’ শব্দটি উল্লেখ থাকায় মানুষজনও প্রভাবিত হয়েই এই অফিসে আসছেন লোন পাওয়ার জন্য।

আরও পড়ুন-শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মান পেলেন ওমপ্রকাশ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে  ‘ব্যাঙ্ক’ লিখে একটি বেসরকারি সংস্থা নিয়মবহির্ভূতভাবে লক্ষ লক্ষ টাকা লেনদেনের কারবার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কালিয়াচক থানার মোজমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মামুদ সেখ এবং মহম্মদ মোজাফফর হক জানান, টেলিফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সংস্থার প্রতিনিধিরা। ওই দুই প্লাস্টিক ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ঋণ প্রয়োজন জানতে পেরেই তাঁদের ডেকে পাঠানো হয় অফিসে। তাঁরা বলেন, ‘‘ব্যাঙ্ক শুনে চলে এসেছিলাম। এখন দেখছি ব্যাঙ্ক নয়, সুদের হারও অনেক বেশি। তাই ফিরে যাচ্ছি।’’ মালদার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘ওই এলাকার মানুষের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। ব্যাপারটা খতিয়ে দেখার জন্য শীঘ্রই একটা কমিটি তৈরি হবে। তারপরেই শুরু হবে তদন্ত।’’

আরও পড়ুন-পুরসভার কর্মীদের বেতন না হওয়ায় বিক্ষোভ জগদ্দলে  

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version