Thursday, August 21, 2025

ব্রডব্যান্ড পরিষেবায় ফের চমক রিলায়েন্স গোষ্ঠীর, বাজারে এল গিগা ফাইবার

Date:

বড় চমক ব্রডব্যান্ড পরিষেবায়। আর সেই চমক দিল রিলায়েন্স গোষ্ঠী। বৃহস্পতিবারই জিও গিগা ফাইবার পরিষেবা বাণিজ্যিকভাবে বাজারে এলো ।এই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য গত বছরের 15 ই অগাস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। যারা সেই সময় রেজিস্ট্রেশন করেছেন তারাই প্রথম এই পরিষেবার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংস্থা। জিও ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড 1gbps যা এখন বিশ্বের সব থেকে বেশি প্রচলিত। এই প্ল্যান শুরু হচ্ছে 700 টাকা থেকে পাওয়া যাবে 1000 টাকা পর্যন্ত । নিশ্চয়ই ভাবছেন কি কি মিলবে 700 টাকার প্ল্যান? প্রতিদিন 40 জিবি করে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা । যারা এই প্ল্যান নেবেন তারা যে কোনও সিনেমা রিলিজ হওয়কর দিনই দেখার সুযোগ পাবেন। আছে আরও চমক এক বছরের জন্য যারা এই পরিষেবা নেবেন তাদের একটি সেট টপ বক্স দেওয়া হবে , যার মাধ্যমে তারা টিভিতে সব চ্যানেল দেখতে পাবেন। এরই পাশাপাশি থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ।

রিলায়েন্স গোষ্ঠী জানিয়েছে প্রথম পর্যায়ে গুজরাত দিল্লি রাজস্থান পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রে এই সুযোগ মিলবে ।এরপর ধীরে ধীরে ধাপে ধাপে দেশের সমস্ত রাজ্যে জিও ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছে দেবে রিলায়েন্স ।
মোট 6টি প্ল্যান আছে এবং সেই প্ল্যানে দামি স্পিকার থেকে শুরু করে বাড়তি পাওনা হিসেবে থাকছে একটি এলইডি টিভি। রিলায়েন্স গোষ্ঠীর ধামাকা অফার অনেক কম খরচে দেশের মানুষকে একই সঙ্গে ভয়েস কল ,টিভি দেখা, ভিডিও কলিং, কনফারেন্স কল-এর মতো বিভিন্ন পরিষেবা একই খরচে দেবে ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version