চেন্নাই থেকে আসা কলকাতাগামী স্পাইস জেট 623 বিমানটিকে মেডিক্যাল এমারজেন্সি থাকায় ভূবনেশ্বরে নিয়ে যাওয়া হল। তবে কোনও যান্ত্রিক গোলযোগ নয়। কারণটা আপনি জানলেও বাহবা দেবেন এবং সমর্থন করবেন।

জানা গিয়েছে, কলকাতায় আসার সময় বিমানের 48 বছরের এক ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা হয়।ফলে তড়িঘড়ি বিমানটিকে তাঁর চিকিৎসার জন্য রবিবার দুপুরে 11.15 মিনিটে ভূবনেশ্বরে নামানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন-নৃশংস বললেও কম! 3 বছরের শিশুকে সাততলা থেকে ছুঁড়ে খুন
